বনশ্রীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২১, ১৮:০০
অ- অ+

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তার মো. রাসেল ওরফে রশিদ। মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গতকাল সোমবার সবুজবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছেন বলে র‌্যাবের কাছে তথ্য ছিল। পরে র‌্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রশিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস ঢাকা টাইমসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/০৪মে/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা