ঢাবির সিন্ডিকেট সদস্য হলেন আমিন-হারুন-মনসুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২১, ১০:১৬| আপডেট : ০৬ মে ২০২১, ১৯:২৮
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ তিনজন। অন্য দুজন হলেন এই বিশ্বদ্যিালয়ের শিক্ষক অধ্যাপক মো. হারুনর রশীদ খান ও অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

তাতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর ২১(১) (এফ) ও ২৩(৩) ধারা অনুসারে তিনজনকে নতুন সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাডভোকেট এম এ মআমিন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ।

নতুন সিন্ডিকেট সদস্যরা আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬মে/আরকে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা