সাগরে মাছ ধরার ওপর চীনের নিষেধাজ্ঞা মানবে না ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২১, ১২:৪৯| আপডেট : ০৭ মে ২০২১, ১২:৫৩
অ- অ+

দক্ষিণ চীন সাগরে মাছ ধরার ওপর চীন সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে তা প্রত্যাখ্যান করেছে ফিলিপাইন। ম্যানিলা সরকার তার দেশের জেলেদেরকে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় মাছ ধরার জন্য উৎসাহিত করে তুলছে। এ নিয়ে ফিলিপাইন এবং চীনের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বেড়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০ বছরের বেশি সময় আগে দক্ষিণ চীন সাগরে বেইজিং সরকার গ্রীষ্মকালীন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে প্রতি বছরের ১ মে থেকে ১৬ আগস্ট পর্যন্ত দক্ষিণ চীন সাগরের বেশ কিছু এলাকা এবং পুরো চীনা উপকূল জুড়ে মাছ ধরা নিষিদ্ধ থাকে।

ফিলিপাইনের দক্ষিণ চীন সাগর বিষয়ক টাস্কফোর্স গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ চীন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ফিলিপাইনের জেলেদের জন্য প্রযোজ্য নয় বরং তারা দক্ষিণ চীন সাগরে নিজেদের জলসীমায় মাছ ধরবে। ফিলিপাইন তার জাতীয় স্বার্থ রক্ষায় মোটেই পিছপা হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

দক্ষিণ চীন সাগরের জলসীমার বেশিরভাগই চীন তার নিজের ভূখণ্ড বলে দাবি করে। অন্যদিকে, সাগরের উপকূলবর্তী অন্য দেশগুলো তা মানতে রাজি নয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে আঞ্চলিক দেশগুলোর দ্বন্দ্ব চলে আসছে। আমেরিকা সেই দ্বন্দ্বে চীনের বিরোধী পক্ষকে উসকানি দিচ্ছে।

ঢাকাটাইমস/০৭মে/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা