গ্যাস সিলিন্ডারের ক্যাপ গলানোর চেষ্টায় বিস্ফোরণ, দগ্ধ ৪

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২১, ১৫:২৪| আপডেট : ১০ মে ২০২১, ১৫:২৬
অ- অ+

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গ্যাস সিলিন্ডারের প্লাস্টিকের ক্যাপ আগুন দিয়ে গলানোর চেষ্টায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইছহাক সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- আবুল খায়েরের ছেলে আব্দুর রহমান (৭০), আব্দুল মান্নানের ছেলে আরব আলী (৫০), জাফরের ছেলে ফরহাদ (২২) এবং এয়ার আহমেদের মেয়ে তানজিনা আক্তার (২৫)। তারা সকলেই একই পরিবারের সদস্য।

আহতদের স্বজনরা জানান, রবিবার বিকালে দোকান থেকে ১২ লিটারের একটি গ্যাস সিলিন্ডার কিনে আনে। ইফতারের পর সেটির প্লাস্টিকের ক্যাপ খোলার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। কিন্তু ক্যাপ না খুললে আগুন দিয়ে তা গলানোর চেষ্টা করা হয়। এসময় সিলিন্ডারটি বিস্ফোরণ হলে চারজনই দগ্ধ হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, রাত ৮টার দিকে অগ্নিদগ্ধদের হাসপাতালে আনা হয়। এরা সকলেই বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছেন। তাদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সকলেই আশঙ্কামুক্ত।

(ঢাকাটাইমস/১০মে/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জটিল রোগের মহৌষধ ভেষজ লটকন, স্বাস্থ্য উপকারিতা জানলে চমকে উঠবেন
ঢাকাসহ ৬ বিভাগে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল থেকে বন্ধ থাকবে
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা