সিরাজগঞ্জের মহাসড়কে ধীরগতি থাকলেও নেই যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২১, ১৫:৪৩
অ- অ+

সিরাজগঞ্জের মহাসড়কে অন্যান্য গাড়ির পাশাপাশি চলছে দূরপাল্লার বাসও। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল এলাকা পর্যন্ত গাড়ির চাপ থাকায় মাঝে মাঝে যানের ধীরগতি থাকলেও কোথাও যানজট দেখা যায়নি। তবে দূরপাল্লার বাস চললেও এর সঠিক কারণ বলতে পারেনি সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগ।

মহাসড়ক ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস ছাড়াও ট্রাক, পিক-আপ, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ যে যেভাবে পারছেন নাড়ির টানে বাড়ির পানে ফিরছেন। তবে শত ভোগান্তিও যেন আজ কিছুই না পরিবারের সাথে ঈদ করার আনন্দে।

গাজীপুর থেকে ট্রাকযোগে কড্ডা এসে নামা গার্মেন্টস কর্মী সানোয়ার হোসেন বলেন, অনেক কষ্টে ৬০০ টাকা দিয়ে কড্ডা আসলাম। কিন্তু তারপরও ছেলেমেয়ে ও পরিবারের কাছে যাচ্ছি, এটা ভেবেই ভালো লাগছে।

নওগাঁ থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের সুপারভাইজার বলেন, আমরা শুনেছি- ৭২ঘণ্টার জন্য দূরপাল্লার বাস চলার অনুমতি দিয়েছে। তাই ঢাকা যাচ্ছি।

মহাসড়কে পুলিশের নজরদারি ও কার্যক্রম চলছে চোখে পরার মতো। মহাসড়ককে যানজটমুক্ত, যান চলাচল স্বাভাবিক ও শৃঙ্খলা ধরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই বাহিনী।

কড্ডা এলাকা থেকে ট্রাফিক পরিদর্শক আব্দুল গণি বলেন, মহাসড়কে অন্যান্য গাড়ির পাশাপাশি দূরপাল্লার বাসও চলাচল করছে। তার বেশিরভাগ গাড়িই শ্রমিক বহন করছে। আবার অনেক বাস ঢাকাগামী যারা যাত্রী আনতে যাচ্ছে। তবে দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেয়া হয়েছে কিনা বলতে পারছি না।

(ঢাকাটাইমস/১২মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা