কানাডায় সড়কে প্রিমিয়াম সুইটসের পরিচালকসহ ৩ বাংলাদেশি নিহত

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ মে ২০২১, ১১:৫৯| আপডেট : ১৫ মে ২০২১, ১২:০২
অ- অ+

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রিমিয়াম সুইটসের এক পরিচালকসহ তিন বাংলাদেশি কানাডিয়ান নাগরিক নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে কানাডার অটোয়া শহর থেকে টরন্টোয় ফেরার পথে ৪০১ হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-প্রিমিয়াম সুইটসের পরিচালক মনিরুজ্জামান বিজয়, তার শাশুড়ি এবং প্রিমিয়াম সুইটসের অন্যতম কুক লিয়াকত হোসেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে দেশটির হাইওয়ে ৪০১ সড়কের বাউন্ডারি রোড ও কর্নওয়েল অ্যাভিনিউ এলাকায় দুর্ঘটনার শিকার হয় গাড়িটি। গাড়িতে যাওয়ার সময় সড়ক বিভাজকে ধাক্কা লাগার পরই তাদের গাড়িতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত হন মনিরুজ্জামান বিজয়। পরে সানিব্রুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনিরুজ্জামান বিজয় বাংলাদেশ ও কানাডার প্রসিদ্ধ প্রিমিয়াম সুইটসের কর্ণধার এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট এইচ এম ইকবালের ছোটভাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

ঢাকাটাইমস/১৫মে/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা