গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় একাধিক মামলার আসামির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২১, ১৭:০১
অ- অ+

গাইবান্ধার সাদুল্যাপুরে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলার আসামি ফারুক মন্ডল নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম ঢাকাটাইমসকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফারুক মন্ডল সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বৌবাজার এলাকার আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধাপেরহাট বৌবাজার এলাকায় হামলার শিকার হন ফারুক। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, নিহত ফারুকের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত দুস্কৃতিকারী। অটোরিকশা, ভ্যান ছিনতাইসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন ফারুক। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৮মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ বাড়ি জব্দ
মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড়, শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!
বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত
হাসিনা চ্যাপ্টার ক্লোজড, আ.লীগ উইল নেভার কাম ব্যাক: হাসনাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা