লাকসামে রাইস মিলের জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২১, ২০:২১
অ- অ+

কুমিল্লার লাকসাম পৌর শহরের কাদ্রা এলাকায় সড়কের পাশে অটোরাইস মিলের ফেলে রাখা জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়ে রায়হান (৩) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে মারা যায় এ শিশু। শিশু রায়হান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাদ্রা গ্রামের শাহ আলমের ছেলে। রায়হানের চাচা মজিবুর আলম জুয়েল বাদী হয়ে বৃহস্পতিবার লাকসাম থানায় আলিফ অটোরাইস মিলের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ মে পৌরশহরে কাদ্রা এলাকায় আলিফ অটোরাইস মিলের পাশে শিশু রায়হান বাড়ি। ওই দিন বিকালে সে তার বোনের সাথে মাঠে বল নিয়ে খেলা করছিল। একপর্যায়ে বলটি মিলের ছাইয়ের উপর পড়ে। এসময় রায়হান বলটি আনতে গেলে জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওই সময় চিকিৎসক তাকে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন। তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২১ মে শুক্রবার ভোরে সে মৃত্যুবরণ করে।

বিষয়টি নিশ্চিত করে রায়হানের চাচা জুয়েল বলেন, আলিফ অটোরাইস মিল তাদের জ্বলন্ত ছাই রাস্তার পাশে যত্রতত্র ফেলে রাখে। এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। ১৭ মে বিকালে রায়হান খেলতে গিয়ে জ্বলন্ত ছাইয়ে দগ্ধ যায়। তার পুরো শরীর পুড়েছে, তিন দিন ধরে রাজধানীর প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ভোরে সে মারা যায়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, অভিযোগ তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২১মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা