ঘূর্ণিঝড় ইয়াস: ভোলায় প্রস্তুত ৭০৯টি আশ্রয়কেন্দ্র

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২১, ২০:৩১
অ- অ+

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় ভোলায় ৭০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ আশ্রয় কেন্দ্রগুলোতে পাঁচ লাখ ৩৬ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়াও ভোলার বিচ্ছিন্ন ৪০টি চরাঞ্চলের তিন লাখ ১৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

রবিবার বিকাল ৫টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক মো. তৌফিক-ই-এলাহী চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতিমধ্যে ভোলার সাতটি উপজেলায় ৭৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ও সাত উপজেলায় সাতটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রয়েছে রেড ক্রিসেন্ট ও সিপিবির ১৩ হাজার স্বেচ্ছাসেবক।

এছাড়াও দুর্যোগকালীন সময়ে রাস্তা চলাচল স্বাভাবিক রাখতে ফায়ার সার্ভিসের ১৪টি টিম গঠন গঠন করা হয়েছে। করোনাকালে যাতে করে মানুষ স্বাস্থ্যবিধি মেনে আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকতে বলা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্যবিভাগসহ জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভাগের কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের আনসার-ভিডিপি সদস্যসহ সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি আমরা যে প্রস্তুতি নিয়েছি সবার সহযোগিতায় সাহসিকতার মাধ্যমে ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সক্ষম হব।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাব অপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/২৩মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা