বেগমগঞ্জে আগুনে ২৫ দোকান ছাই

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২১, ১১:৫৫| আপডেট : ৩০ মে ২০২১, ১৩:০৭
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে আগুন লেগে ২৫টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

তবে এ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ছয়ানী মধ্য বাজারের আকবরের কসমেটিকসের দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয়রা জানায়, ওই দোকানের আগুন মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় বাজারে উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় বাজারের মুদি, কসমেটিকস, ফার্মেসি, চা দোকানসহ অন্তত ২৫টি দোকান পুড়ে যায়। কয়েকটি দোকান থেকে কিছু মালামাল উদ্ধার করলেও বেশির ভাগই পুড়ে গেছে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, বৈদুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৩০মে/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা