কর্ণফুলীতে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২১, ১৯:৫৭
অ- অ+

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে গোসলে নেমে নিখোঁজ ইমন দাশের (১৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিলক ইউনিয়নের পুরাতন পরিষদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের পরিষদ সংলগ্ন কর্ণফুলী ঘাটে এই ঘটনা ঘটে।

নিখোঁজ ইমন শিলক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ব্রাহ্মণপাড়া গ্রামের রতন দাশের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শফিকুল ইসলাম বলেন, ‘রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ইমন দাশ। পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে দিনভর উদ্ধার অভিযান চালিয়েও তরুণের খোঁজ পায়নি। পরে সোমবার সকালে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিলক ইউনিয়নের পুরাতন পরিষদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।’

(ঢাকাটাইমস/৩১মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা