চিনিকলের গুদাম থেকে ৫৩ টন চিনি উধাও

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২১, ১৫:২২| আপডেট : ০৫ জুন ২০২১, ১৫:২৮
অ- অ+

কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে ৫৩ টন চিনি উধাও হয়ে গেছে। এ ঘটনায় স্টোরকিপার ফরিদুল হককে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খাঁন বলেন, গত বৃহস্পতিবার মিলে মজুদকৃত চিনির স্টক মেলাতে গেলে ৫৩ টন চিনি কম পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা। এই ঘটনায় গুদামের স্টোর কিপার ফরিদুল হককে বরখাস্ত করা হয়েছে এবং চিনিকলের (জিএম) কারখানা কল্যান কুমার দেবনাথকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

চিনিকলের (জিএম) কারখানা কল্যান কুমার দেবনাথ বলেন, কিভাবে চিনি সরানো হলো এবং এর সঙ্গে কারা জড়িত তা বের করতে ইতোমধ্যেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

(ঢাকাটাইমস/৫জুন/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রংপুর-৪ আসনে নির্বাচন করবেন এনসিপির আখতার হোসেন
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
শাহজালালে লাগেজ ট্রলির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং ৭৩৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা