আইপিএলের বাকি অংশ শুরু ১৯ সেপ্টেম্বর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২১, ১৭:৩২| আপডেট : ০৭ জুন ২০২১, ১৭:৩৭
অ- অ+

বন্ধ থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) যে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে-সেটা জানা কথা। তবে ঠিক কবে নাগাদ ফের মাঠে গড়াবে খেলা, সে বিষয়ে এতদিন নির্দিষ্টভাবে কিছুই জানানো হয়নি। অবশেষে জানা গেল বন্ধ আইপিএল শুরুর তারিখ। আগামী সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ থেকে ফের মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই ঘরোয়া টুর্নামেন্ট।

ভালোই জমেছিল আইপিএলের এবারের আসর। কিন্তু হঠাৎ করোনার হানায় বন্ধ হয়ে যায় জমজমাট এই আয়োজন। তবে সেই খেলা আবারো মাঠে গড়াচ্ছে, আর সেটা হবে সেপ্টেম্বরে। ১৯ সেপ্টেম্বর শুরুর পর ফাইনাল মাঠে গড়াবে অক্টোবরের ১৫ তারিখ। এ বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) এক কর্মকর্তা।

এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের বৈঠক নিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘বৈঠকে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। আমিরাতে ক্রিকেট বোর্ড বিশেষ সধারণ সভার আগেই আমাদের মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। গত সপ্তাহ ধরে সবকিছু চূড়ান্ত করা হয়।’

ফের শুরু হওয়া ও ফাইনালের সূচি জানিয়ে তিনি বলেন, ‘আইপিএল পুনরায় শুরু হলে প্রথম ম্যাচ খেলা হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ১৫ অক্টোবর। বিসিসিআই আইপিএল শেষ করার জন্য ২৫ দিনের উইন্ডোর দিকেই তাকিয়েছিল।’

(ঢাকাটাইমস/০৭জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা