ত্ব-হার জন্য মন খারাপ আসিফের

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২১, ১১:৪৯| আপডেট : ১৭ জুন ২০২১, ১২:০৪
অ- অ+

ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ। তাঁকে খুঁজে দিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আকুতি জানিয়েছেন স্ত্রী সাবিকুন্নাহার। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ত্ব-হার কোনো অপরাধ থাকলে তাঁর বিচার করুন, তবু তাঁকে ফিরিয়ে দিন।’

ত্ব-হার স্ত্রীর এই কান্নাজড়িত আকুতি মন খারাপ করে দিয়েছে বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত গায়ক আসিফ আকবরের। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে লম্বা একটি স্ট্যাটাস দিয়ে সে কথা প্রকাশ করেছেন তিনি। ঢাকাটাইমস পাঠকদের জন্য আসিফের সেই স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো-

‘আবু ত্বহা মুহাম্মদ আদনান সাহেবকে আমি চিনি না। কখনো উনার নাম শুনিনি, এটা হয়তো আমার অজ্ঞতা। নিউজে দেখলাম তিনি একজন মেধাবী তরুণ ক্রিকেটার ছিলেন। আগে গিটারও বাজাতেন টুকটাক। এক সময় ইসলামের পথে নিজেকে উজাড় করে দিয়ে একজন তরুণ ইসলামী বক্তা হয়ে উঠেন।’

‘গত কয়েক দিন যাবত তিনি নিখোঁজ। মিডিয়ায় আদনান সাহেবের স্ত্রীর বক্তব্য শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। একজন স্ত্রী হিসেবে ভদ্রমহিলা শুধু তার স্বামীর সন্ধান চান। আদনান সাহেব রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে থাকলে সেটারও বিচার চান। প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাবার কথাও বলেছেন।’

‘জন্ম থেকে এসব দেখেই যাচ্ছি শুধু। আমার আর বাংলাদেশের বয়স সমান। মানুষ হারিয়ে যাওয়া অনেক কষ্টের। একটা স্বাধীন দেশে এ ধরনের অনিয়ম মানা খুবই কষ্টকর। মাঝেমধ্যে নিজেও ভাবি কখন যে উধাও হয়ে যাই। একটা সাধারণ গৃহপালিত প্রাণী হারিয়ে গেলেও অনেক এলোমেলো হয়ে যায় মন। সেখানে জলজ্যান্ত মানুষ হারিয়ে গেলে পরিবারের যন্ত্রণা কী হতে পারে সেটা সহজেই অনুমেয়।’

‘আধুনিক প্রযুক্তির যুগে এ ধরনের নিখোঁজ হওয়া ভিকটিমদের ব্যাপারে দেশের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট স্মার্ট। আশা করি প্রশাসন আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান পাবেন এবং তিনিও তার পরিবারে কাছে ফিরে যেতে পারবেন।’

‘একজন খেলোয়াড় ও সংগীতপ্রেমী সব জাগতিক খায়েস ছেড়ে ইসলামের খেদমতে নিজের জীবন উৎস্বর্গ করেছেন। সংস্কৃতিমনা মানুষ যত কিছুই করুক না কেন, কখনো নৃশংস হতে পারে না, মানুষ খুন করতে পারেনা।’

‘শুধু আদনান সাহেব নয়, এই ধরনের ঘটনা যেন কখনোই না ঘটে, সে বিষয়ে সামাজিক রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সচেতনতা খুব প্রয়োজন। আবু ত্ব-হা মুহাম্মদ আদনান এবং তাঁর নিখোঁজ সঙ্গীরা সহিসালামতে আমাদের মাঝে ফিরে আসুন, এই দোয়া করি। রাষ্ট্রের কাছেও দাবি রইল। মহান আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য্য ধরার শক্তি দিন।’

ঢাকাটাইমস/১৭জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা