ওয়েলসকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইতালি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২১, ১০:৩১| আপডেট : ২১ জুন ২০২১, ১০:৪৪
অ- অ+

উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের খেলায় ওয়েলসকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইতালি। এদিকে ম্যাচ হারলেও ইতালির সঙ্গে গ্রুপ রানারআপ হয়ে সেরা ষোলোতে জায়গা করে নিয়েছে গ্যারেথ বেল বাহিনী।

এদিন ম্যাচের শুরুতে দুদলের খেলা ছিল অনেকটা ধীর গতির। এর মধ্যেই ১৬তম মিনিটে আচমকা গোল খেতে বসেছিল ওয়েলস। তবে রাফায়েল তোলোইয়ের কোনাকুনি শটে বল মাত্তেও পেস্সিনার পায়ে লেগে গোলরক্ষক বরাবর গেলে কোনো বিপদ হয়নি।

এরপর ২৫ মিনিটে কম করে হলেও ইতালির চারটা আক্রমণ সামলেছে ওয়েলস রক্ষণ, ২৭ মিনিটে অ্যারন রামসের কল্যাণে ইতালীয় বিপদসীমায় প্রথম বলার মতো ত্রাসটা ছড়ায় ওয়েলস। প্রথমার্ধে সেটাই ছিল ওয়েলশম্যানদের সবেধন নীলমণি।

ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি এসেছে ৩৯তম মিনিটে। এ সময় ডান দিক থেকে মার্কো ভেরাত্তির নেওয়া নিচু ফ্রি-কিকে দারুণ ফ্লিকে দলকে এগিয়ে নেন পেস্সিনা। ফলে ১-০ তে বিরতিতে যায় ইতালি।

দ্বিতীয়ার্ধের খেলায় বেড়েছে খেলা গতি। একের পর আক্রমণের পাল্টা আক্রমণ করেছে উভয় দলই। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা দলটি।

এ গ্রুপে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। সমান ম্যাচে সমান ৪ পয়েন্ট করে পেয়েছে ওয়েলস ও সুইজারল্যান্ড। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে রয়েছে গ্যারেথ বেলরাই। তাই তারা দুইয়ে।

(ঢাকাটাইমস/২১জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দুই একটি ইসলামি দল: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা