গৃহকর্মী হত্যায় সিঙ্গাপুরী নারীর ৩০ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২১, ১৭:২৮
অ- অ+

গৃহকর্মীকে অনাহারে রেখে নির্যাতন ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় সিঙ্গাপুরী এক নারীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দণ্ডিত নারী গাইয়ত্রি মুরুগায়ান সিঙ্গাপুর পুলিশের এক সদস্যের সহধর্মিণী। গৃহকর্মীকে নির্যাতনের জন্য আদালতে কৌশলীরা তাকে ‘শয়তান ও অমানবিক’ হিসেবে অভিহিত করেছেন।

পিয়াং এনগাইহ দন নামের ২৪ বছর বয়সী ওই গৃহকর্মী মিয়ানমারের নাগরিক। শরীরে নির্যাতনের বিভিন্ন চোট নিয়ে ২০১৬ সালে তিনি মারা যান। তখন তার শারীরিক ওজন ছিল মাত্র ২৪ কেজি। সিঙ্গাপুরে সমাজের উচ্চ শ্রেণির মানুষের হাতে গৃহকর্মী নির্যাতনের এই ঘটনা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে একটি।

বিচারক জানান, গৃহকর্মীকে কীভাবে নির্যাতন, অপমান, অনাহারে শেষ পর্যন্ত হত্যা করা হয় এই ঘটনা তার এক ‘হতাশাজনক’ চিত্র। এই মামলাটি সিঙ্গাপুরে ‘সবচেয়ে খারাপ হত্যাকাণ্ডের একটি’।

এদিকে গৃহকর্মী পিয়াংকে হত্যাসহ তার বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে স্বীকার করেছেন ৪০ বছর বয়সী গাইয়ত্রি।

(ঢাকাটাইমস/২২জুন/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা