ফরিদপুরে বাড়ছে নদ-নদীর পানি, দেখা দিয়েছে ভাঙন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২১, ১৮:৪৫| আপডেট : ২৩ জুন ২০২১, ১৮:৫০
অ- অ+

গত কয়েকদিন ধরেই ফরিদপুর জেলার বিভিন্ন নদ-নদীর পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ২৭ সেন্টিমিটার পানি বেড়েছে। বিষয়টি জানিয়েছে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড ।

ফরিদপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, প্রতিদিনই ফরিদপুরের পদ্মা, মধুমতি ও আড়িয়ালখার পানি বাড়ছে। তবে এখনো বিপদসীমার নিচে রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, জেলার পাঁচটি উপজেলার কয়েকটি স্থানে নদীপাড় ভাঙন দেখা দিয়েছে। আমরা চেষ্টা করছি প্রাথমিক প্রটেকশনের।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, পানি বাড়ার সঙ্গে নদীতে ভাঙন দেখা দেবে এটা স্বাভাবিক। তবে আমরা খোঁজ খবর রাখছি। কোথাও জরুরি কিছু করার প্রয়োজন হলে পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে সেটি করানো হবে। ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফরিদপুরের নদী ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন।

তিনি বলেন, আমরা দুর্যোগকালীন স্থানীয় প্রশাসন ও জনপতিনিধিদের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছি।

(ঢাকাটাইমস/২৩জুন/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা