কাব্য সংলাপ

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২১, ২১:৪৬
অ- অ+

: কী করছো?

-লিখছি।

: কী লিখছো?

-কবিতা।

: কী নিয়ে?

-মানুষ নিয়ে।

: কোন মানুষ?

-বিশেষ একজন।

: বিশেষ মানে?

-যে সাধারণ নয়।

: মানে অসাধারণ?

-হ্যাঁ, ঠিক তাই।

: কে সে? -জানি না।

: অপরিচিত কেউ?

-হ্যাঁ।

: তাহলে তাকে চিনেছি।

-চিনেছো, কে সে?

: আমি।এদ্দিনেও আমিই তোমার পরিচিত হতে পারিনি।

-ঠিকই বলেছো।যাকে জানা হয়ে যায়, তাকে নিয়ে কবিতা হয় না। যে রহস্যের,সে-ই কবিতার।

: তাহলে আমি জীবনভর অপরিচিতই থেকে যেতে চাই।

-তা অবশ্য তোমার চাওয়ার অধীন না; কবিতার মেজাজের অধীন।

: সেই ভালো।কবিতার অধীন মানে সৌন্দর্যের অধীন।

-তুমি চেনা চৌকাঠে চিরায়ত অচেনা। সুন্দর, রহস্যাবৃত দুর্লভ সুন্দর। তুমিই আমার কবিতা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
‘জুলাই বললে লাল হয়ে যায় স্মৃতি’: প্রেস সচিব শফিকুল আলম শেয়ার করলেন নিউটনের কবিতা দিয়ে
শহীদের রক্ত, বিপ্লব সমুন্নত হোক: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা