লেজেন্ডস ক্লাসিকোতে বার্সার বিপক্ষে রিয়ালের জয়

স্প্যানিশ ফুটবলে এখনো শুরু হয়নি নতুন মৌসুম। আর এর মাঝেই ইসরায়েলে অনুষ্ঠিত হলো এল ক্লাসিকোর ম্যাচ। স্পেনের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদিদ এবং বার্সেলোনার সাবেক ফুটবলারদের নিয়ে এই ম্যাচের আয়োজন করা হয়। এতে বার্সাকে ৩-২ গোল ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ লেজেন্ডসরা।
এদিন ম্যাচে প্রথমার্ধেই হয়েছে তিনটি গোল। ম্যাচের ২৭তম মিনেটে পেনাল্টি থেকে রোনালদিনহো গোল করলে ১-০ ব্যবধানে লিড নেয় বার্সা লেজেন্ডসরা। কিন্তু ৪২ ও ৪৪ মিনিটে মুনিতিস ও আলফানসোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই জোফ্রে মাতেও এর গোলে সমতায় ফেরেন বার্সেলোনা। কিন্তু ম্যাচের ৭০তম মিনিটে লা রেডের গোলে আবারো লিড পায় রিয়াল। এরপর আর কোনো গোল না হলে লেজেন্ডস ক্লাসিকোতে জয় পায় রিয়াল মাদ্রিদ।
(ঢাকাটাইমস/২১জুলাই/এমএম)

মন্তব্য করুন