মানাজের হ্যাটট্রিকে বার্সেলোনার বড় জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২১, ১০:৫৭
অ- অ+

আলবেনীয় স্ট্রাইকার রে মানাজের দুর্দান্ত হ্যাটট্রিকে বুধবার প্রীতি ম্যাচে জিমন্যাস্টিকস তারাগোনাকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। জোহান ক্রুইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে মানাজের হ্যাটট্রিক সহ মোট ৪টি গোল করে বার্সা। গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফিরে প্রথম ম্যাচেই জয় তুলে নিল কাতালানরা।

ম্যাচে বল দখলের লড়াইয়ের দিক থেকে অনেক এগিয়ে ছিল বার্সেলোনা। তারা ৭৬ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে। আক্রমণের দিক থেকেও তারা এগিয়ে ছিল। বার্সেলোনা টার্গেটে শট নেয় ১১টি। অন্যদিকে, জিমন্যাস্টিকস নেয় ৩টি।

ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও দশ জনের দলে পরিণত হয়েছিল জিমন্যাস্টিকস। ৩৮তম মিনিটে আলেক্স কুইনতানিল্লা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমার্ধে কোনো গোল না হওয়ায় দ্বিতীয়ার্ধে বার্সেলোনা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬০তম মিনিটে রে মানাজ তার প্রথম গোলটি করেন।

৮৫তম মিনিটে আলেক্স কোলাদো দলের ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৮৬ ও ৯০তম মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মানাজ। যার ফলে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

লকডাউনের পর এই প্রথম কোনো ম্যাচে গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ছিল। বিরতির পর খেলোয়াড়দের ছন্দে ফেরার জন্য সুযোগ ছিল ম্যাচটি। তাছাড়া কোচ রোনাল্ড কোম্যানও ‘বি’ স্কোয়াডে তার হাতে থাকা অপশনগুলো ম্যাচটির মাধ্যমে যাচাই করে নিতে পেরেছেন।

(ঢাকাটাইমস/২২ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা