সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে বুঝবেন যেভাবে

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২১, ১২:৩৩
অ- অ+

অনেক সময়ে রান্না করতে করতেই সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। রান্নার কাজে গ্যাসের সিলিন্ডার নিয়ে সমস্যায় অনেকেই। আবার যারা নিয়মিত রান্না করেন, তাদের একটা মোটামুটি আন্দাজ হয়ে যায় কতদিন একটা সিলিন্ডার চলতে পারে। পরিবারে কয়জন খাচ্ছেন, কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে কি না, মাসে কয়দিন রান্না বন্ধ থাকল, সব হিসাব করেই তারা মোটামুটি বলতে পারেন আবার কবে নতুন গ্যাস বুক করা প্রয়োজন। কিন্তু মুশকিল হয় যায় শেষে দিকে। ঠিক কখন গ্যাস শেষ হয়ে যেতে পারে, তা বুঝে গেলে রান্নার পরিকল্পনা করতেও সুবিধা হয়।

উপায় কিন্তু একটা রয়েছে। এবং সেটা বেশি সহজও। এই পদ্ধতি মেনে চললে আপনাদের তেমন অসুবিধা হবে না। জেনে নিন কী করতে হবে।

ভালো করে সিলিন্ডারটা শুকনো কাপড় দিয়ে মুছে ধুলা পরিষ্কার করে নিন। একটুও যেন ধুলা না থাকে।

এবার একটা ভিজা কাপড় দিয়ে সিলিন্ডারের গা-টা মুছে নিন। একটু পানি পানি করেই মুছবেন।

কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবেন, সিলিন্ডারের কিছু অংশ দ্রুত শুকিয়ে যাচ্ছে, কিছু অংশ পানি পানি থেকে যাচ্ছে।

যে জায়গাগুলো দ্রুত শুকিয়ে যাচ্ছে, সেখানে আর গ্যাস বাকি নেই। তাই আর্দ্রতা কম। এবং পানিও তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। যেখানে গ্যাস রয়েছে, সেখানে আর্দ্রতা বেশি। তাই পানি শুকাতেও বেশি সময় লাগছে।

এই সহজ পদ্ধতি মেনে চললেই বুঝে যাবেন কখন নতুন গ্যাস বুক করতে হবে। বা বাড়িতে বাড়তি সিলিন্ডার থাকলে, ঠিক কখন সেটা বদলানো প্রয়োজন, সেটাও বোঝা যাবে সহজেই।

(ঢাকাটাইমস/২৫জুলাই/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার
কাশিয়ানীতে ৭ শিক্ষকের স্কুল থেকে ২০ শিক্ষার্থীর কেউ পাস করেনি
ফরিদপুরে ডিআইজি রেজাউল করিমের সফর: অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও ড্রিল শেড উদ্বোধন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ জুলাই স্মরণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা