করোনা ও উপসর্গে রামেক হাসপাতালে আরও ১৩ মৃত্যু

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২১, ১১:২৫| আপডেট : ৩১ জুলাই ২০২১, ১১:৩২
অ- অ+

করোনা ও উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ ছিল। বাকিদের উপসর্গ ছিল।

শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, করোনা ইউনিটে মৃতদের মধ্যে সংক্রমণে মারা গেছেন পাঁচজন ও উপসর্গে আটজন। মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী। এদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর তিনজন ও পাবনার পাঁচজন ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক আরও বলেন, করোনায় মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার দুইজন।

উপসর্গে যারা মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর দুইজন ও পাবনার তিনজন আছেন।

শামীম ইয়াজদানী আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৮৮ জন ও উপসর্গ নিয়ে ২৪৫ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৩৩ জন।’

ঢাকাটাইমস/৩১জুলাই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি
চলচ্চিত্র নির্মাণে ৪০ লাখ টাকা সরকারি অনুদান পেলেন জবির তিন শিক্ষার্থী
খুলনার নাছিরপুর খাল উন্মুক্ত, ২০ গ্রামের মানুষের উচ্ছ্বাস 
জুলাই নিয়ে অপপ্রচারের মাধ্যমে শহীদদের অপমান করছে আ.লীগ: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা