আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

আন্তর্জাতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ০৯:৩৩| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১০:৪২
অ- অ+

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদির বাড়িতে গতকাল(মঙ্গলবার) গভীর রাতে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। এক পর্যায়ে আফগান সরকারি বাহিনীর সঙ্গে তাদের বন্দুক যুদ্ধের ঘটনাও ঘটে। এতে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের ভাষ্যমতে, ৪ জন নিহত হয়েছে হামলার ঘটনায়। কিন্তু ইতালির একটি দাতব্য সংস্থা দাবি করছে সেই গোলাগুলিতে কমপক্ষে ১১ জন আহত হয়েছে।

এদিকে হামলার সময় নিজ বাড়িতেই ছিলেন না আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি। অনাকাঙ্ক্ষিত ওই হামলার পরপরই এক টুইট বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি জানান, ‘উদ্বেগের কারণ নেই, সবকিছু ঠিক আছে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলছে, তালেবানরাই এ হামলা চালিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এ হামলা চালানো হয়। তবে হামলার সময় বাড়িতে ছিলেন না প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি। বাড়িতে থাকা পরিবারের সদস্যদের অন্যত্র নিরাপদে সরিয়ে নেয়া হয় ঘটনার পরপরই।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
শাহজালালে লাগেজ ট্রলির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং ৭৩৭
ঢাকার দোহারে বিএনপি নেতা হারুন মাস্টারকে গুলি করে হত্যা
রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা