জয়পুরহাটে ফেনসিডিল-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ২১:৪৩
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকা থেকে ৪৯ বোতল ফেনসিডিলসহ নাসির খান (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার নাসির খান পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক তৌকির জানান, পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকায় বুধবার সকালে এক মাদক কারবারি মাদক পাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় একটি বাইসাইকেল আটক করে ব্যাগে তল্লাশি করলে ৪৯ বোতল ফেনসিডিলসহ নাসিরকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে দুপুর আড়াইটার দিকে জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু ফকির (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি একই এলাকার বিল্লাল ফকিরের ছেলে।

এ দুই ঘটনায় পাঁচবিবি থানায় ও আক্কেলপুর থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এসএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা