আত্রাইয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ কারাগারে

নওগাঁর আত্রাইয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোজাম্মেল শেখ (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত মোজাম্মেল শেখ উপজেলার ভোপাড়া ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের মৃত রমজান আলী শেখের ছেলে।
ভুক্তভোগী পরিবার জানায়, গত রবিবার বিকালের দিকে বাড়ির পাশে শিশুটি তার সহপাঠীদের সঙ্গে খেলছিল। এ সময় প্রতিবেশী মোজাম্মেল শিশুটিকে কিছু খাওয়ার জন্য টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় মোজাম্মেল। বিষয়টি জানার পর শিশুটির মা সোমবার সন্ধ্যায় আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরপর ওই রাতে মোজাম্মেলকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
শিশুটির মা জানান, মেয়ে বাড়িতে আসার পর অনেকটা দুর্বল মনে হচ্ছিল, কান্নাকাটি করছিল। এরপর মেয়েকে জিজ্ঞেস করলে বিষয়টি জানায়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে। বক্তব্য রেকর্ডের জন্য শিশুটিকেও থানা হেফাজতে রাখা হয়েছে।
(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/পিএল)

মন্তব্য করুন