টি-টোয়েন্টির বোলিং র‌্যাঙ্কিংয়ে আটে মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:১০| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৩
অ- অ+

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও বল হাতে দুর্দান্ত ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর সেটার পুরষ্কারই পেলেন তিনি। টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে আরও দুই ধাপ এগিয়ে এসেছেন এই টাইগার পেসার। এখন অবস্থান করছেন বোলিংয়ের র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে।

নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিপটে বোলিংয়ের পাশাপাশি উইকেট নিতেও পিছিয়ে ছিলেন না মোস্তাফিজ। তারই ফলস্বরুপ এক লাফে ২০ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের দশ নম্বরে জায়গা করে নিয়েছিলেন তিনি।

সদ্য শেষ হওয়া সিরিজে এবার কিউইদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। নিউজিল্যান্ডের বিপক্ষেও বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন বাহাতি এই পেসার। মাত্র চার ম্যাচ খেলে ১১ গড়ে নিয়েছেন সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ আটটি উইকেট। তার প্রতিদান ইতোমধ্যে পেয়ে গেলেন ফিজ।

ক্রিকেটেরে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চলতি মাসে র‌্যাঙ্কিংয়ে হালনাগাদ এনেছে। সেই তথ্য মতে, টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজ। তার রেটিং পয়েন্ট এখন ৬২৬। এদিকে ৬১১ রেটিং নিয়ে মোস্তাফিজের পরে নয় নম্বরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আর ৭৭৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরেই অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার তাব্রিজ শামসি। বরাবরের মতোই দুইয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং তিনে রশিদ খান।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা