যুবকের গলা কেটে মোটরসাইকেল ছিনতাই

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৫
অ- অ+

মিরসরাই করেরহাট-রামগড় সড়কের নয়টিলা মাজার সংলগ্ন এলাকা থেকে বারেক (২৩) নামে এক যুবকের গলাকেটে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে সশস্ত্র ছিনতাইকারী চক্রের সদস্যরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার নয়টিলা মাজার সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বারেক ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সোনারখীল এলাকার সুরুজ মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, বারেক ব্যক্তিগত কাজ সেরে রাতে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথে নয়টিলা মাজার এলাকায় সশস্ত্র ছিনতাইকারী চক্রের সদস্যরা তার পথরোধ করে গলায় ছুরিকাঘাত করে। পরে রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেলটি নিয়ে যায়। এরপর পথচারীরা তাকে পেয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। সব বিষয়ে আমরা তদন্ত করে দেখছি।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা