সমন্বয় কমিটি করে আন্দোলনে যাচ্ছেন ইভ্যালির গ্রাহকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৪ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহক ও পণ্য সরবরাহকারীরা আগামীকাল শনিবার একটি সমন্বয় কমিটি গঠন করবে। সে কমিটি প্রতিষ্ঠানটির সিইও ও চেয়ারম্যানের মুক্তি এবং নিজেদের টাকা ফেরত পাওয়ার দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ইভ্যালির অফিসের সামনে গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের একটি অংশ এই সিদ্ধান্তের কথা জানায়।

এ সময় তারা জানান, ইভ্যালিকে রক্ষায় প্রতিষ্ঠাটির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের মুক্তি চান তারা। এ সংক্রান্ত আন্দোলনের নেতৃত্ব দিয়ে শনিবার বিকাল পাঁচটায় ইভ্যালির কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানিটির সব গ্রাহক এবং পণ্য সরবরাহকারীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। সেখান থেকে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে এবং সেই কমিটি আন্দোলনের নেতৃত্ব দেবে জানিয়েছেন গ্রাহক ও পণ্য সরবরাহকারীরা।

এর আগে শুক্রবার বিকালে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে প্রতিষ্ঠানটির গ্রাহক এবং পণ্য সরবরাহকারীরা শাহবাগে জড়ো হন। বিকাল তিনটা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। পরে তারা জায়গা পরিবর্তন করে অবস্থান নেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। হাজারেরও বেশি গ্রাহক এবং পণ্য সরবরাহকারী জড়ো হন শাহবাগ মোড়। এসময় তারা ইভ্যালির সিইও রাসেলের মুক্তি দাবি করেন।

বৃহস্পতিবার বিকালে এক গ্রাহকের দায়ের করা আত্মসাতের মামলায় রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন।

সেখান থেকে তাদের নেওয়া হয় র‌্যাব সদরদপ্তরে। শুক্রবার র‌্যাব তাদের গুলশান থানায় হস্তান্তর করে। বিকালে গুলশান থানা পুলিশ তাদের আদালতে তুলে তিন দিনের রিমান্ডে নেয়।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সুন্দরবনে ক্ষয়ক্ষতি নিরূপণ ও করণীয় নির্ধারণে পরিবেশ মন্ত্রণালয়ের কমিটি

উপজেলা নির্বাচন: প্রথম ধাপে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

১ কোটি পরিবারের জন্য টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আছে: মন্ত্রিপরিষদ সচিব

‘গোল্ডেন রাইস-বিটি বেগুন বাণিজ্যের জন্যই করা হয়েছে’

ভোটের আগে-পরে ১৪ দিন বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে আরও আলোচনা হবে, সংসদে জনপ্রশাসনমন্ত্রী

বুধবার ১৪১ উপজেলায় সাধারণ ছুটি

সপ্তাহে সাত দিন সরাসরি জেদ্দায় ফ্লাইট যাবে ইউএস-বাংলার, যাত্রা শুরু ১ আগস্ট

এই বিভাগের সব খবর

শিরোনাম :