জামিন পেলেন ছাত্র অধিকার পরিষদের ২০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৮

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে চলতি বছরের ২৫ মার্চ রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। পুলিশ মিছিলের গতিরোধ করতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। মিছিলকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় ২৫ মার্চ দিবাগত রাতে মতিঝিল থানায় ৫১ জনকে আসামি করে একটি মামলা করেন সংশ্লিষ্ট থানার এসআই মিন্টু কুমার। মামলার পর ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়।

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :