হল-ক্যাম্পাস খোলার দাবিতে জাবিতে মশাল মিছিল

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৪

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে জাবি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী রাকিবুল রনি বলেন, উপাচার্য কোথাও বলছেন ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। আবার কোথাও শিক্ষার্থীদের ১৫ দিন ধৈর্য ধরতে বলেছেন। আমাদের প্রথম কর্মসূচি ছিল ১৫ সেপ্টেম্বর, তখন আমরা ১৫ দিন সময় দিয়েছিলাম।

রবি বলেন, ‘শুধু একথাই বলতে চাই- আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল-ক্যাম্পাস খুলে দিতে হবে। এর মধ্যে হল খোলা না হলে ১ অক্টোবর হলের তালা ভেঙে হলে হলে ওঠা হবে। এর জন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় প্রশাসনকে নিতে হবে।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। শহীদ মিনার থেকে মশাল মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয় কর্মসূচি।

সমাবেশে পদার্থ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী শোভন রহমান বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট। আর তা হলো ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খুলে দিতে হবে। ৩০ সেপ্টেম্বরের পরে আর একদিনও হল ক্যাম্পাসের বাইরে থাকতে চাই না।’

সমাবেশে অংশ নিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে যে পরিমাণ শিক্ষার্থী টিকার বাইরে আছে তাদের টিকা দিতে একদিনের বেশি সময় লাগবে না। বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আর কোনো টালবাহানা চলবে না।’

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :