ভোলায় ইলিশের দাম চার হাজার

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৪
অ- অ+

ভোলা সদর উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশ মাছ। শনিবার দুপুরে ইলিশ মাছটি বরিশালের মাছের আড়তে চার হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মাছটি ধরা পড়েছে উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার ইউছুফ মাঝির জালে। পরে মাছটি সকালে সদর উপজেলার তুলাতুলি মাছঘাটে নিয়ে এলে সেখানের নাছির উদ্দীন নান্নু মিয়ার গদিতে ডাকে মাছটি তিন হাজার ২০০ টাকা দিয়ে কিনেন কামাল বেপারী।

তুলাতুলি মাছ ঘাটের আড়তদার মো. মঞ্জু জানান, শুক্রবার রাতে মেঘনা নদীতে কাচিয়া মাঝের চর এলাকার ইউছুফ মাঝির জালে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। পরে মাছটি তুলাতুলি ঘাটে নিয়ে এলে সেখানকার কামাল বেপারী মাছ তিন হাজার ২০০ টাকায় কিনে বরিশাল পাঠায়। বরিশালে মাছটি চার হাজার টাকায় বিক্রি হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে সাগর থেকে বড় আকারের ইলিশ মেঘনায় ওঠে আসছে। এর কারণেই জেলেদের জালে বড় ইলিশ পাওয়া যাচ্ছে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে!
কুমিল্লায় বাড়ি বানাতে গিয়ে ইতিহাসের সন্ধান, মিলল প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা