রাজবাড়ীর পদ্মায় ধরা পড়েছে ১৬ কেজি ওজনের কাতল

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৩
অ- অ+

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। সোমবার দুপুর ১টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মার মোহনা থেকে জেলে সাগর হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে সাগর হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে নিয়ে আসেন। এ সময় উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি এক হাজার ৪০০ টাকা দরে মোট ২২ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নেন। পরে সম্রাট শাহজাহান মুঠোফোনে যোগাযোগ করে ময়মনসিংহ জেলায় কেজি প্রতি ১০০ টাকা লাভ রেখে ২৪ হাজার টাকায় বিক্রি করে দেন।

মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার কাতল মাছের অনেক চাহিদা। পদ্মায় বড় সাইজের কাতল মাছ খুব বেশি জেলেদের জালে ধরা পড়ে না। স্থানীয় জেলে সাগর হালদারের জালে মাছটি ধরা পড়লে তিনি বিক্রির জন্যে ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে নিয়ে এলে আমি উন্মুক্ত নিলামে কিনেছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বর্তমানে পদ্মায় ইলিশের আকাল থাকলেও বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাসসহ বিভিন্ন মাছ মিলছে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা