সন্তানকে ভুলেও যে ৬ ধরনের কথা বলবেন না

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১, ০৯:৩৪

সন্তানের লালন-পালন অত্যন্ত কঠিন ও ধৈর্য্যের কাজ। বাচ্চাদের ব্যবহার, তাদের কথা বলার ধরন এই সমস্ত কিছুই তাদের লালন-পালনের ওপর নির্ভর করে। এই প্রক্রিয়ায় অভিভাবকদের বলা কিছু কথা সন্তানদের মনের মধ্যে চিরতরে গেঁথে থাকে। যা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও তারা ভুলতে পারে না। নিজের মনোভব প্রকাশ করার একটি ওয়েবসাইটে এমনই কিছু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন কয়েকজন পুরুষ ও মহিলারা। এর মাধ্যমে তারা অন্যান্য অভিভাবকদের সতর্ক করতে চান। বাচ্চাদের কোন ধরনের কথা বলা উচিত নয়, তা জেনে নিন।

​তোমার সন্তান হলে তুমি বুঝতে পারবে

এক মহিলা লেখেন, ‘ছোটবেলা থেকে কিশোরাবস্থা পর্যন্ত আমি মা-বাবার মুখে একটি কথা সব সময় শুনে এসেছি যে খুব বেশি সংবেদনশীল হয়ো না। তোমার খিটখিটে মেজাজ আমার ভালোলাগে না। এই সব কথা তুমি তখন বুঝতে পরবে, যখন তোমার বাচ্চা হবে। তোমার সমস্যা কী? প্রায় রাগের মাথায় মা আমাকে বলত যে, আমি তার ওপর একটি বোঝা।’

অভিভাবকদের প্রশংসা লাভ না-করা

এক যুবক নিজের অভিজ্ঞতা জানিয়ে লেখেন যে, ‘এমন কোনও প্রচেষ্টা করবে না বা কথা বলবেন না, যার ফলে আপনার সন্তানের প্রতিভা অপমানিত হয়। বিশেষত তখন, যখন বাচ্চারা নিদের চিন্তা-ভাবনা অনুযায়ী ভালো কিছু করতে চায়। বাচ্চা নিজের ছোট প্রচেষ্টাতেও মা-বাবার প্রশংসা প্রত্যাশা করে, এমন না-হলে তাঁর মনে গভীর আঘাত লাগে। বাচ্চারা এটি কখনও ভুলতে পারেন না।’

​বাচ্চাদের মিথ্যা বলবেন না

মনোবিজ্ঞানীদের মতে, ‘বাচ্চাদের কখনও এমন কোনও মিথ্যে কথা বলবেন না, যার সত্যতা ভবিষ্যতে তারা জেনে যেতে পারে। বাচ্চাদের মনে এর খারাপ প্রভাব পড়ে। বাচ্চাদের ঘন ঘন মিথ্যে কথা বললে তারা মা-বাবার প্রতি বিশ্বাস হারাতে থাকে। এর ফলে তার পুরো জীবন প্রভাবিত হয়।’

বাচ্চাদের দুঃখকে ঠাট্টা করা

মনোবিজ্ঞানীদের পরামর্শ, অভিভাবকদের নিজের সন্তানকে কখনও হেয় ও ঠাট্টা করতে নেই। বাচ্চাদের কষ্টকে ছোট করে দেখবেন না। আবার তাদের অনেক বেশি নিয়ন্ত্রণও করা উচিত নয়। সন্তানের ওপর তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনও কিছু চাপিয়ে দেওয়ার প্রবণতাও মা-বাবাকে ত্যাগ করা উচিত। সামান্য খাবার-দাবাররে ক্ষেত্রেও তাদের পছন্দের বিরুদ্ধে গিয়ে কিছু করবেন না।

ভাই-বোনের সঙ্গে তুলনা

একাধিক সন্তান থাকলে একে অপরের সঙ্গে তুলনা করে থাকেন প্রায় সকল মা-বাবা। বাচ্চা কোনও কাজ করতে না-পারলে বা অসফল থেকে গেলে, তাকে ছোট করবেন না। বাচ্চার সামনে আত্মীয়দের কাছে তাদের সম্পর্কে খারাপ কথা বলবেন না। আবার ভাই-বোনের মধ্যে তুলনা করার প্রবণতাও ত্যাগ করুন। সাইকোলজিস্টদের মতে, বাচ্চাদের কখনও বলবেন না যে আপনি তাঁকে ভালোবাসেন না বা তাকে জন্ম দিয়ে আপনি ভুল করেছেন। বাচ্চাদের মনে এমন কোনও নেতিবাচক চিন্তা-ভাবনা এলে তারা পরিবারের সদস্যদের থেকে দূর হতে শুরু করে।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :