হরিণাকুণ্ডুতে আত্মহত্যা সম্পর্কে ইসলামের বিধান শীর্ষক আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২১, ১৬:৪৮
অ- অ+

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আত্মহত্যা প্রতিরোধ, আত্মহত্যা সম্পর্কে ইসলামের বিধান, শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আঃ হামিদ খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- হরিণাকুণ্ডু সহকারী কমিশনার ভূমি সেলিম আহমেদ, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনর্চাজ আব্দুর রহিম মোল্লা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামে আত্মহত্যা মহাপাপ ও অত্যন্ত ঘৃণ্য কাজ। বখাটেদের অপতৎপরতা, মা-বাবার সামান্য বকুনি, মানসিক অশান্তি, নারী নির্যাতন, ধর্ষণ, আর্থ-সামাজিক প্রেক্ষাপটের কারণে আত্মহত্যার মতো ধ্বংসাত্মক ঘটনা ঘটে।

আত্মহত্যা থেকে বিরত থাকতে মহান আল্লাহ তায়ালা বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। ধৈর্য্য ধারণ করে মহান আল্লাহর উপর ভরসা ও দৃঢ় আস্থা রাখলেই কেবল আত্মহত্যার মতো জঘন্য অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়।

আলোচনা সভায় উপজেলার সকল মসজিদের ইমাম ও ইসলামি ফাউন্ডেশনের সদস্যগণ উপস্থিত ছিলেন। উপজেলার সকল মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা