নরসিংদীতে অজ্ঞাত যুবকের লাশ

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২১, ১৮:৩২
অ- অ+

নরসিংদীর শিবপুরে একটি পুকুরের পাড় থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ঘাগটিয়া নামাপাড়ার মান্নান হাজীর পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে পুকুরপাড়ে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে দুপুরে শিবপুর মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, নিহত যুবকের শরীরের একাধিকস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ পুকুরপাড়ে ফেলে গেছে হত্যাকারীরা। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা বুঝা যাচ্ছে না।

লাশ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে লাশটি পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টার পাশাপাশি কী কারণে তাকে হত্যা করা হল, তা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাইব্রেকারে স্পেনকে হারিয়ে আবারও  ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করল সরকার
মাধবদী পৌরসভার মেয়র মানিক গ্রেপ্তার
৭০ শতাংশ লিভার ক্যানসারের কারণ হেপাটাইটিস বি, বাংলাদেশে আক্রান্ত এক কোটি মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা