চলতি বছর ৮০ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২১, ১৯:৫৪| আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৯:৫৯
অ- অ+
ফাইল ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। ১০ মাসের মধ্যে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গেছেন অক্টোবরে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই মাসে ডেঙ্গুতে মারা যান ১১ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যুর হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরে এখন পর্যন্ত মারা গেছেন ৮০ জন। যার মধ্যে অক্টোবর মাসে মারা গেছেন ১১ জন।

এছাড়া গত এক দিনে আরও ১৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এবছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৫১৮ জনে। যার মধ্যে অক্টোবর মাসে রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৩২১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৬২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন।

নতুন ১৮২ জন নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৬ জনে।

ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৪২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৭৪ জন।

ঢাকাটাইমস/১২অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা