কম দামে ৫জি ফোন আনল নকিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১, ১০:৩৮| আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১০:৪২
অ- অ+

সাশ্রয়ী দামে নতুন ৫জি ফোন আনল নকিয়া। মডেল নকিয়া জি৩০০। নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল সম্প্রতি আমেরিকার বাজারে নতুন ফোন বিক্রি শুরু করেছে।

নকিয়া দাবি করছে বাজারে যত ৫জি কানেকটিভিটি সমৃদ্ধ স্মার্টফোন পাওয়া যাচ্ছে তার মধ্যে সবচেয়ে কম দামের ফোন জি৩০০।

এই ফোনের ডিজাইনে রয়েছে একাধিক চমক। সেলফি ক্যামেরার জন্য় ফোনের ডিসপ্লেতে রয়েছে ওয়াটারড্রপ-স্টাইল নচ এবং একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে রয়েছে ওজো অডিও সাপোর্ট।

নকিয়া দাবি করছে, এই দুর্ধর্ষ প্রযুক্তি ভিডিও ক্ষেত্রেও গ্রাহকদের চমৎকার সাউন্ড কোয়ালিটি দিতে পারবে। প্রিলোডেড ফিচার্সের মধ্যে এই ফোনে রয়েছে একটি ডেডিকেটেড নাইট মোড এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। নেক্সট-জেনারেশন সেলুলার কানেক্টিভিটির এই স্মার্টফোনের পারফরম্যান্সের জন্য একটি এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর।

নতুন নকিয়া ফোন চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। ডিভাইসটিতে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকছে। ৪ জিবি র‌্যামের এই ফোন ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সমর্থন করে।

নকিয়া নতুন ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর ১৬ মেগাপিক্সেলের অ্যাপারচর এফ/১.৮। এছাড়া, সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে একটি ৫ মেগাপিক্সেলেরর আলট্রা ওয়াইড শুটার এবং আর একটি ২ মেগাপিক্সেলেল ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে থাকছে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৪৪৭০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। দ্রুতগতিতে চার্জ দেয়ার জন্য আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেয়া হয়েছে।

ফোনটির দাম ২০ হাজার টাকার মধ্যে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা