এসির বিদ্যুৎ খরচ কমানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২১, ১০:২৪
অ- অ+

যাদের স্বামর্থ্য আছে তারা গরম থেকে পরিত্রাণ পেতে ঘরে শীতাতপ নিয়ন্ত্রণ বা এসি লাগান। কিন্তু এসি চালালে বিদ্যুৎ বিল আসে অনেক। আবার মধ্যবিত্তের অনেকেই বিদ্যুৎ বিলের ভয়ে ঘরে এসি কেনার চিন্তাও করেন না। জেনে নিন এসির বিদ্যুৎ খরচ কমানোর উপায়।

অনেকেরই ধারণা এসির তাপমাত্রা যত কম হবে ততই ঠান্ডা হবে পারিপার্শ্বিক আবহাওয়া৷ বাইরের গরমের হাত থেকে নিষ্কৃতি পেতে তাই অনেকেই এসির তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস করে দিয়ে থাকেন৷ কিন্তু, ২৩-২৪ ডিগ্রিতেও দিব্যি কাজ করে এই মেশিন৷

কারণ ডিগ্রি ১৬ হোক বা ২৩, এসির কম্প্রেসর হামেশা একই পরিমাণে কাজ করে৷ তার মুখ্য উদ্দেশ্য ঘরের তাপমাত্রা মনোরম করা৷ একবার তা হয়ে গেলে কম্প্রেসর নিজে থেকেই বন্ধ হয়ে যায় এসির ফ্যানটি অন করে৷ আবার ঘরের তাপমাত্রা বাড়লে, কম্প্রেসর নিজে থেকেই চালু হয়ে যায়৷ যত কম সময় কম্প্রেসর চলবে তত কমই বিদ্যুৎ অপচয় হবে৷

এছাড়াও এসি-র তাপমাত্রা যদি ২৫-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যায়৷ তাহলে বারবার তা অন-অফ করতে হয় না৷ এর ফলেও বিদ্যুতের সাশ্রয় হয় এবং বিলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়৷

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 
পালিয়ে রক্ষা পেল না আ.লীগ নেতা, ধরল আলফাডাঙ্গা থানা পুলিশ
আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা