ডাচ্-বাংলা ব্যাংক পরিচালকের শেয়ার হস্তান্তর

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২১, ১৪:৩৯
অ- অ+

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যাংক খাতের কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ সাহাবুদ্দীন আহমেদ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত ১৩ সেপ্টেম্বর ডিএসইতে ঘোষণার মাধ্যমে কন্যা সাদিয়া রায়েন আহমেদকে এক কোটি ২৬ লাখ ৫০ হাজার শেয়ার উপহার হিসেবে দিয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দীন আহমেদ। উল্লেখ্য, সাদিয়া রায়েন আহমেদ ডাচ্-বাংলা ব্যাংকের একজন সাধারণ শেয়ারহোল্ডার।

গত সপ্তাহের শেষ দিনে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৩৮ শতাংশ বা ৩০ পয়সা বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ৭৮ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ৭৯ টাকা ৯০ পয়সা।

দিনজুড়ে এক লাখ ৪৪ হাজার ৪১৫টি শেয়ার মোট ২৩৫ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৭৯ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ৮০ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়।

গত এক বছরে শেয়ারদর ৫৬ টাকা ৯০ পয়সা থেকে ৯৭ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে।

ঢাকাটাইমস/১৭অক্টোবর/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়লো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা