ভোলায় শষাবোঝাই ট্রলার ডুবিতে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২১, ২০:৫৭
অ- অ+

ভোলার চরফ্যাশন উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নারী-শিশুসহ নয়জন যাত্রী নিয়ে সবজিবোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে মো. জোনায়েদ (৩) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে মৃত জোনায়েদের বাবা স্বপন ও দাদী বিলকিস বেগম। এদের বাড়ি উপজেলার দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নে।

রবিবার বিকালের দিকে উপজেলার চরপাতিলা থেকে কচ্ছপিয়া ঘাটে আসার পথে মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

পুলিশ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, দুপুরের দিকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের চর পাতিলা থেকে শষা বোঝাই একটি ট্রলার নয়জন যাত্রী নিয়ে কচ্ছপিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় মাঝ নদীতে আকষ্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

খবর পেয়ে কোস্টগার্ড চরমানিকা আউটপোস্টের একটি টিম ও দক্ষিণ আইচা থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে জোনায়েদ নামে এক শিশুকে মৃত ও আরও ছয়জনকে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় ট্রলার মালিক স্বপন (৩০) ও তার মা বিলকিস বেগম (৫০) নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ডুবে যাওয়া ট্রলার ও ট্রলারে থাকা এক শিশুকে মৃত এবং ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও দুজন নিখোঁজ রয়েছে। তবে নদী উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
লন্ডনে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, বাতিল সব ফ্লাইট
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা