ফিফটি করে ফিরলেন মাহমুদউল্লাহ

মাত্র ৪ রানের কারণে সাকিব আল হাসান আল হাসান ফিফটির দেখা না পেলেও ঠিকই নিজের অর্ধশতক পূর্ণ করলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ফিফটি করার পর বেশিক্ষণ ক্রিজে অবস্থান করতে পারলেন না তিনি। ফিরেছেন ৫০ রানেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫০ রান।
ক্রিজে আফিফের (১৪) সঙ্গ দিচ্ছেন সোহান (০)।
এর আগে বিশ্বকাপের মূলপর্বে ওঠার লক্ষ্যে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ দল। কিন্তু ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই কাবুয়া মোরেয়ার বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার নাঈম শেখ। পরে ২৩ বলে ১টি করে চার-ছয়ে ২৯ রান করে ফেরেন লিটন।
তৃতীয় উইকেটে ব্যাট হাতে খেলতে নামেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কিন্তু ক্রিজে থাকতে পারেননি বেশিক্ষণ। মাত্র ৫ রান তুলে ফেরেন প্যাভিলিয়নে।
জয়ের বিকল্প না থাকা এমন ম্যাচে বাংলাদেশ দল ওমানের বিপক্ষে খেলা একাদশ নিয়েই খেলবে। দুটি পরিবর্তন এনেছে পাপুয়া নিউগিনি।
পাপুয়া নিউ গিনি ইতোমধ্যে দুই হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। তবে গ্রুপের অন্য তিন দল বাংলাদেশ, ওমান ও স্কটল্যান্ড-সবারই রয়েছে কোয়ালিফাই করে সুপার টুয়েলভে স্থান করার। তবে এদের মাঝে একটি দল আজ বাদ পড়বে।
যদিও গ্রুপে দুটি ম্যাচ জিতে সুপার টুয়েলভের পথে পা বাড়িয়ে রেখেছে স্কটল্যান্ড। আজ রাতে অন্য ম্যাচে ওমানকে হারাতে পারলে তারা কোয়ালিফাই করবে গ্রুপ সেরা হিসেবে। অন্যদিকে বাংলাদেশ এবং ওমান একটি করে ম্যাচ জিতেছে। তবে তিন দলের রানরেটের পার্থক্য খুবই সামান্য। যে কারণে জটিল হয়ে রয়েছে গ্রুপ-বি-র অঙ্কের হিসেবটা। শেষ মুহুর্তে বাংলাদেশ প্রতাশিত পাপুয়া নিউ গিনিকে হারিয়ে দিলে এবং রাতে স্কটল্যান্ড ওমানের কাছে হারলে বাদ পড়ার সম্ভাবনা থাকবে স্কটিশদেরেই। তবে কে যাচ্ছে মূল আসরে কোন গ্রুপে, তার সমাধান মিলবে আজ রাতেই।
(ঢাকাটাইমস/২১অক্টোবর/এমএম)

মন্তব্য করুন