জয়ের ধারায় থাকতে চায় শ্রীলংকা-অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২১, ১৫:১১
অ- অ+

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে বিশ্বকাপের আসর শুরু হয়েছে অস্ট্রেলিয়ার। কোয়ালিফাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা শ্রীলংকা সুপার টুয়েলেভের প্রথম ম্যাচে হারিয়েছে বাংলাদেশকে। আগামীকাল সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে দুই দলই।

দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন রাত ৮টায় আসরের অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লংকানরা। দুদলই জয় তুলে সেমিফাইনালে যাওয়ার পথকে আরো সহজ করতে মুখিয়ে রয়েছে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও জিটিভি।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। জয়ের পাল্লাও শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার সমান। একে অন্যের বিপক্ষে ৮বার করে জিতেছে দু’দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় ২ বার অস্ট্রেলিয়া ও একবার জয় তুলতে পেরেছিল লংকানরা।

অবশ্য বাংলাদেশকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে শ্রীলংকা। আত্মবিশ্বাসী দলটি এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতেও মরিয়া। দলের অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ছেলেরা ফুরফুরে মেজাজে আছে। পরের ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ ম্যাচেও আমরা জিততেই মাঠে নামবো।’

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ আসর শুরু হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন অস্ট্রেলিয়া। দলটির অধিনায়ক অ্যারন ফিঞ্চের এবার চোখ শুধুই জয়ে। ফিঞ্চ বলেন, ‘প্রথম ম্যাচে বোলাররা ভালো করলেও, ব্যাটাররা ভালো করতে পারেনি। আশা করি পরের ম্যাচে দল ভালো খেলেই জয় নিয়ে মাঠ ছাড়বে।’

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা