দর পতনের শীর্ষে মীর আখতার হোসেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২১, ১৬:০৯

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৬টির বা ৪৪.২৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মীর আখতার হোসেনের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার মীর আখতার হোসেনের সর্বশেষ দাম ছিল ৮৪ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর সর্বশেষ দাম দাঁড়ায় ৭৬ টাকা ৩০ পয়সা।

অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৯০ পয়সা বা ৯.৩৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে মীর আখতার হোসেন ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা ডিএসইর অন্য কোম্পানিগুলোর মধ্যে কপারটেকের ৬.৭৫ শতাংশ, অগ্নি সিস্টেমের ৫.২৬ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৫.২০ শতাংশ, আরামিট লিমিটেডের ৫.০৮ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৪.৯৮ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের ৪.৬৬ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৪.৬১ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪.৪৩ শতাংশ এবং ওরিয়ন ফার্মার ৪.৩১ শতাংশ দর কমেছে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এসকেএস)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :