চকবাজারে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ১৬:০৫
অ- অ+

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১০। আটকের সময় ইয়াবা ছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত নয়টার দিকে র‌্যাব- ১০ এর একটি দল চকবাজার মডেল থানার (চাঁনখারপুল), ৭৯/২, হোসেনী দালান রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন হাজার ৬৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম নামে এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বরাত দিয়ে র‌্যাব জানায়, জাহাঙ্গীর আলম একজন পেশাদার মাদক চোরাকারবারি। বেশ কিছুদিন ধরে চকবাজারসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/২৮অক্টোবর/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা