অস্ট্রেলিয়াকে ১৫৫ রানে টার্গেট দিল লঙ্কানরা

ক্রীড়া ডেস্ক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ২১:৪১
অ- অ+

দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। দীর্ঘ ১১ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। ফলে জিততে হলে অজিদের করতে হবে ১৫৫ রান।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই ঝড়ো ইনিংসের আভাস দেন লঙ্কান ওপেনার কুশল পেরেরা। তবে অন্যপ্রান্তে সুবিধা করতে পারেননি পাথুম নিশানকা। আউট হন মাত্র ৭ রানে।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে অজি বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন চারিথ আশালাঙ্কা। এ সময় পেরেরাকে সঙ্গে নিয়ে ৪৩ বলে ৬৩ রানের জুটি গড়েন তিনি। ইনিংসের দশম ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে ২৭ বলে ৩৫ রান করেন আশালাঙ্কা।

এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি ওপেনার কুশল পেরেরাও। মাত্র ২৫ বলে ৩৫ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হন তিনি। এরপর ৪ রান করে করার পর কিছুক্ষণের ব্যবধানে ফেরেন আভিষ্কা ফার্নান্দো এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।

হঠাৎ পাঁচ উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়েছিল শ্রীলঙ্কা। এ সময় ষষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক দাসুন শানাকা এবং ভানুকা রাজাপাকসি মিলে ৪৪ রানের জুটি গড়লে লড়াকু সংগ্রহের দিকেই এগোতে থাকে দলটি। এরপর ১৯ বলে ১২ রানে আউট হন শানাকা।

আর শেষ পর্যন্ত খেলে যান ভানুকা পাকসি। মাত্র ২৬ বল খেলে অপরাজিত থাকেন ৩৩ রানে। আর ৬ বলে ৯ রানে মাঠ ছাড়েন চামিকা করুনারত্নে।

এদিকে অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা