মাদারীপুরে নদীতে ডুবে যাওয়া শিশুটি এখনও উদ্ধার হয়নি

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর দক্ষিণকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কৃর্তীনাশা নদীতে ডুবে যাওয়া শিশু তানভীরকে ভূইয়াকে এক দিন পরও উদ্ধার করা যায়নি। শুক্রবার সকালে আবারও মাদারীপুরের ফায়ার সার্ভিস ও বরিশালের ডুবুরি দল চেষ্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের দক্ষিণকান্দ্রি গ্রামের ইসমাঈল ভূইয়ার শিশুসন্তান তানভীর নদীতে পড়ে ডুবে যায়।
নিখোঁজের পরিবার জানান, বাড়ির সামনে কৃর্তীনাশা নদীর পাড়ে বাঁধা ট্রলারে এলাকার কয়েকজন শিশুর সঙ্গে তানভীর খেলা করতে যায়। অন্য শিশুরা ট্রলারে উঠে খেলা করে বাড়ি ফিরে আসে। শিশু তানভীর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজনসহ স্থানীয়রা শিশুটিকে নদীতে খুঁজতে থাকে। শিশুকে খুঁজে না পাওয়ায় মাদারীপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে ডুবরি দল এসে বিকাল ৫টা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। পরে শুক্রবার সকাল ১০টায় আবারও উদ্ধার অভিযান চালানো হয়।
এ বিষয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সেপেক্টর নূর মোহাম্মদ শিকদার বলেন, কৃর্তীনাশা নদীতে এক শিশু পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। নদীতে পানি বেশি থাকায় পরবর্তীতে বরিশাল থেকে ডুবুরি দল নিয়ে আসা হয়। ডুবুরি দল দুপুর থেকে বিকাল পর্যন্ত চার ঘণ্টা নদীতে তল্লাশি করে শিশুটির কোনো সন্ধান করতে পারেনি। শুক্রবারও উদ্ধার তৎপরতা চালানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৯অক্টোবর/পিএল)

মন্তব্য করুন