‘রাজউকের নকশায় খেলার মাঠ-ওয়াকওয়ে, বাস্তবে নেই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২১, ১৮:৩১| আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২৩:১২
অ- অ+

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশায় বিভিন্ন স্থানে খেলার মাঠ ও ওয়াকওয়ে থাকলেও তা বাস্তবে নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মেয়র একথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘রাজউকের নকশায় জনগণের ব্যবহারের জন্য খেলার মাঠ ও ওয়াকওয়ে থাকলেও বাস্তবে তা নেই। কারণ রাজউকই এগুলো নানা কায়দায় বিভিন্নজনকে বরাদ্দ দিয়েছে।’

ঢাকার প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৪৯ হাজার লোক বসবাস করে। এই বিপুলসংখ্যক মানুষের জন্য খেলার মাঠ ও ওয়াকওয়ে খুবই প্রয়োজন উল্লেখ করে মেয়র আতিক বলেন, ‘বিদ্যমান করোনা পরিস্থিতিতে নগরবাসীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য সার্বজনীন উন্মুক্ত স্থান বিশেষ করে খেলার মাঠ ও ওয়াকওয়ে খুবই প্রয়োজন।’

ডেভেলপার্স কোম্পানিগুলোসহ সবাই যাতে রাজউক অনুমোদিত নকশা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে রাজউকের প্রতি নির্দেশনা দেন মেয়র।

করপোরেশনের জায়গা দখল হয়ে আছে জানিয়ে তিনি বলেন, ‘নগরীর জলাবদ্ধতা সমস্যার সমাধানকল্পে কল্যাণপুর জলাধারের জন্য নির্ধারিত ১৭৩ একর জমির মধ্যে মাত্র তিন একর জমিতে জলাধার রয়েছে, আর বাকি ১৭০ একর জমিই অবৈধ দখলদারদের দখলে রয়েছে। ইতিমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে যা চলমান রয়েছে, তাই সবাই মিলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বক্তৃতা করেন।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
সোনার দাম কমলো, ভরি ১৭০৭৬১ টাকা
আজ যে অঞ্চলে ঝড় হতে পারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা