মৃত্যুদণ্ডপ্রাপ্তরা কারাগারে কী সুবিধা পায়, জানতে চেয়েছেন হাইকোর্ট

সারাদেশের কারাগারগুলোতে থাকা ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিরা কী ধরনের সুযোগ-সুবিধা পায় তা জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৪ নভেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের নিয়ে কারা অধিদপ্তর থেকে পাঠানো তথ্য আদালতে উপস্থাপন করেন আইনজীবী মোহাম্মদ শিশির।
পরে তিনি আদালত থেকে বেরিয়ে জানান, দেশের কারাগারগুলোতে মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে কনডেম সেলে বন্দি রয়েছে এক হাজার ৯৮৭ জন কয়েদি। এর মধ্যে পুরুষ কয়েদি রয়েছে এক হাজার ৯৩৩ ও নারী কয়েদি ৫৪ জন। তবে দেশে মোট কনডেম সেলের সংখ্যা দুই হাজার ৫৯৯টি। এরপর আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কী সুযোগ-সুবিধা রয়েছে তা জানাতে নির্দেশ দেন।
(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এআইএম/কেআর)

মন্তব্য করুন