ভারত সীমান্তে গাড়িচাপায় বাংলাদেশি শ্রমিক নিহত

সুনামগঞ্জের ছাতক উপজেলার ভারত সীমান্তে ইছামতি নদীতে গাড়িচাপায় আকিব হোসেন এক বারকি শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলা ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের সিরাজ মিয়ার পুত্র।
সোমবার সকালে ছাতকের ইসলামপুর ইউনিয়নের ভারত সীমান্তের ইছামতি নদীতে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ভারতীয় চুনাপাথরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভারত সীমান্তের অভ্যন্তরে ইছামতি নদীতে পড়ে যায়। এসময় ট্রাকের ধাক্কায় নৌকায় বসে থাকা বাংলাদেশি বারকি শ্রমিক আকিব হোসেন (২৫) চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে ভারতীয় পুলিশ মঙ্গলবার লাশটি হস্তান্তর করতে পারে।
(ঢাকাটাইমস/১নভেম্বর/এলএ)

মন্তব্য করুন