দাওয়াত খেতে গিয়ে সড়কে প্রাণ গেল তিন অটোরিকশাযাত্রীর

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২১, ১৭:৫৯

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের পুরাদিয়ারটেক এলাকায় একটি রোড রোলারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এ সময় রোড রোলারের নিচে চাপা পড়ে অটোরিকশার তিন যাত্রী নিহত হন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের একটি জামে মসজিদে ইমামতি করেন গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের আব্দুল ওয়াদুদ।

ইমাম আব্দুল ওয়াদুদের বাড়ি মশাখালী এলাকায় বেড়াতে শ্রীপুরের গাড়াবন গ্রাম থেকে ১০-১২টি অটোরিকশা করে আসছিলেন বেশ কয়েকজন। পথে অটোরিকশার বহরটি গফরগাঁওয়ের পাগলা থানার পুড়াদিয়ার টেক এলাকায় পৌঁছালে সড়কে পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোলারের সাঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় রোলারের নিচে চাপা পড়ে তিন যাত্রী মারা যান।

নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের নায়েব আলী (৭৫), একই গ্রামের সহর ব্যাপারীর ছেলে কফিল উদ্দিন (৪০), তার ভাই আমির উদ্দিন (৫৫)। এ সময় অটোরিকশাচালক সাইফুল ইসলাম গুরুতর আহত হন।

নিহত কফিল উদ্দিনের শ্যালক সুমন আহমেদ জানান, বেশ কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেলে করে গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী যাচ্ছিলেন তারা। পথে পুড়াদিয়ারটেক এলাকায় সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোড রোলারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর কফিল উদ্দিন মারা যান এবং আমির উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম নাজমুল আহসান জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে কফিল উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার বেশ আগেই তিনি মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আমির উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি একজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, রোড রোলার চাপায় বৃদ্ধ নায়েব আলী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর আহত কফিল উদ্দিন ও আমির উদ্দিন মারা যান। অটোরিকশা ও রোলার জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :